বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানে পৌরশহর এলাকায় গলায় ফাঁস দিয়ে রুম্পা দাশ (৩০) নামে এক নারী কনস্টেবল আত্মহত্যার অভিযোগ উঠেছে। তিনি বান্দরবান সদর থানায় পুলিশের কর্মরত ছিলেন।
গতকাল রবিবার দিবাগত রাতে বনরূপা পাড়া এলাকায় নিজ ভাড়া বাসায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
রুম্পা দাশ জেলার পুলিশ সুপার কার্যালয়ের কনস্টেবল সৌরভ দাশ স্ত্রী। তাঁর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার ধর্মপুর এলাকায়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, অফিসে ডিউটি শেষ করে খাওয়া দাওয়া করে রাতে স্বামী ও দুই সন্তান এক সঙ্গে ঘুমাতে যান। ওই সময় স্বামী ও সন্তাদের ছেড়ে নারী কনস্টেবল আলাদা ভাবে কক্ষে অবস্থান করছিলেন। ভোরে কক্ষে দরজা না খোলায় স্বামী সন্দেহ জাগে। পরবর্তীতে রুমে দরজা ভেঙে দেখেন গলায় ফাঁস দিয়ে স্ত্রী মরদেহ ঝুলে আছে। পরে স্থানীয় ও পরিবার এসে মরদেহটি নামিয়ে পুলিশকে খবর দেন।
নিহত স্বামী সৌরভ দাশ বলেন, গতকাল অফিসে শেষ করে বাসায় এসে বাচ্চাদের নিয়ে ঘুমিয়ে পড়ি। সে ওইসময় আমার স্ত্রী অন্য একটা রুমে অবস্থান করেছিল। সকালে উঠে দেখি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কি কারণে সেই আত্মহত্যা করেছে আমি বুঝতে পারছি না।
বান্দরবান সদর থানার এসআই সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com