বিশেষ প্রতিনিধি।।বান্দরবান।।
বান্দরবানে যৌথ অভিযান চালিয়ে কেএনএফের প্রধান সমন্ধয়ক চেওসিম বম (৫৫)কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। এসময় তার কাছ থেকে দুটি এয়ার বন্দুক উদ্ধার করা হয়।
শনিবার (৬ মার্চ) রাতে সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নে শ্যারণ পাড়া নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
রবিবার (৭মার্চ) বেলা সাড়ে তিনটায় র্যাব ১৫ লে: কর্ণেল এইচ এম সাজ্জাদ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত- চেওসিম বম (৫৫), ৪নং সুয়ালক শ্যারণ পাড়া গ্রামের মৃত বোয়াল খুব বমের ছেলে।
তিনি কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের সংগঠনের কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রধান সমন্বয়ক পদে দীর্ঘদিন ধরে দ্বায়িত্ব ছিলেন।
র্যাব জানায়, গোয়েন্দা সংস্থা তথ্যে ভিত্তিতে নিজ এলাকায় অবস্থান করছেন এমন গোপন সংবাদ পেয়ে রাতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানের তার বাড়িতে ঘেরাও করে আইনশৃঙ্খলা বাহিনীরা। এসময় তাকে তালাবদ্ধ অবস্থায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করে র্যাব। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি এয়ার বন্দুক উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, রোয়াংছড়ি উপজেলায় জুরভাং পাড়া, খামতাং পাড়া, পাইনক্ষিয়াং পাড়া এবং রৌনিন পাড়া এলাকাগুলো সশস্ত্র কেএনএফ সদস্যদের নেতৃত্ব দিয়ে আসছিলেন চেওসিম বম ও বম জঙ্গি নেতা নাথান বমের সঙ্গে আত্মীয়তা সম্পর্ক রয়েছে এই ব্যক্তির। শুধু তাই নয় জঙ্গি নেতা শামীম মাহফুজ ও বম জঙ্গি নেতা নাথাম বমসহ শ্যারণ পাড়া চেওসিম বম বাসায় কেএনএফ সংগঠন জঙ্গি গ্রুপ চুক্তি করে আসছিলেন। পরে বিশেষ অভিযানে কেএনএফের প্রধান সমন্ধয়ক গ্রেফতার করে যৌথ বাহিনী।
র্যাব ১৫ লে: কর্ণেল এইচ এম সাজ্জাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে কেএনএফের প্রধান সমন্ধয়কে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এই অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮। ইমেইল : rumabarta23@gmail.com