

।। বিশেষ প্রতিনিধি।।
বান্দরবানের সন্ত্রাসী বিরোধী যৌথ বাহিনীর অভিযানে নিহত কেএনএফের দুই সদস্যের লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (২৩ মে) বিকালে সদর উপজেলা সুয়ালক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শ্যারনপাড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- সুয়ালক শ্যারণ পাড়া পেন খুপ বমে ছেলে লাল নু বম (২২), ও অপর জন একই ইউনিয়নের বেথনী পাড়া গ্রামে জার থাং বমের ছেলে থাং পুই বম (১৪)
স্থানীয়রা জানান, সকালে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা কেএনএফের অবস্থানের কথা টের পেয়ে সদর উপজেলা সুয়ালক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শ্যারনপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় যৌথবাহিনী সংঘর্ষে কেএনএফের দুই সদস্য নিহত হয়। পরে সেই এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে আইনশৃংখলা বাহিনী।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রায়হান কাজেমী সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে কেএনএফের দুই সদস্যদের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে আনা হয়েছে।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com