।। বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবান-রাঙ্গামাটি সীমান্তের গহীন এলাকা থেকে ভান লাল খিয়াং বম (৩০) নামে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ মে) সকালে রুমা উপজেলার ১নং পাইন্দু ইউনিয়নের দুর্গম এলাকার জুরবারাং পাড়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ব্যক্তি ভান লাল খিয়াং বম (৩০), তিনি জুরবারাং পাড়ার বাসিন্দা লাল মিন সম বমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান-রাঙ্গামাটি সীমান্তের জুরবারাং পাড়া এলাকার জঙ্গলে গুলিবিদ্ধ মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ আরো জানায়, মরদেহটির গায়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের পরনের কাপর ছিল। যৌথ বাহিনীর চলমান সন্ত্রাস বিরোধী অভিযানে সেনাবাহিনী বন্দুক যুদ্ধে কেএনএফ সদস্য নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থল থেকে কেএনএফের এক সদস্যের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com