বিশেষ প্রতিনিধি।। বান্দরবান।।
বান্দরবানে অভিযানে ৪০ টি মোবাইল ও নগদ অর্থ উদ্ধার করে মালিকদের নিকট হস্তান্তর করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
রবিবার(২৫ ফেব্রুয়ারী) বিকালে মেঘলায় আর্মড পুলিশ কার্যালয়ের উদ্ধার করা মোবাইল ও নগদ অর্থ ব্যক্তি মালিকদের কাছে তুলে দেন ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বাংলাদেশ পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান।
আর্মড পুলিশ জানায়, বিভিন্ন স্থান থেকে মোবাইল ও বিকাশের ভূল নাম্বারে চলে যাওয়া ফলে থানায় জিডি করা হয়। এসবনুযায়ী অভিযান চালিয়ে নয় লক্ষ চুরানব্বই হাজার টাকার মূল্যে ৪০ টি মোবাইল ও নগদ আটষট্টি হাজার দুইশত পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়।
অনুষ্ঠানে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজি বলেন, আমরা সর্বদা মানুষের জন্য কাজ করে যাচ্ছি। বিশেষ করে পার্বত্য অঞ্চলসহ বাংলাদেশের সকল জায়গায় সার্ভার ক্রাইম সহ সকল ধরনের নিরাপত্তার কাজে বাংলাদেশের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। ভবিষ্যতেও মানুষের সেবায় আমরা কাজ করে যাব।
অনুষ্ঠানে ২ এপিবিএন সহকারী পুলিশ সুপার মোঃ আবদুল করিম, ক্যাম্প ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোঃ শওকত আলী, সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই (নিঃ) মোঃ আব্দুল গণি এবং ইন্টেঃ উইং বান্দরবান শাখার ইনচার্জ এএসআই মোঃ রবিউল করিম সিকদারস্ফ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া উপস্থিত ছিলেন।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com