বিশেষ প্রতিবেদক।।বান্দরবান।।
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় উথোয়াইশৈ মারমা নামে এক যুবককে পাথর দিয়ে হত্যা করে নদীতে লাশ ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সে ঘটনার ৩৬ ঘন্টা পর উপজেলার তারাছা খাল এর বেক্ষ্যং পাড়া এলাকার থেকে নিহতের লাশ উদ্ধার করেছে রোয়াংছড়ি থানা পুলিশ।
জানা গেছে, নিহত ব্যক্তি ৪নং নোয়াপতং ইউনিয়নের ৮নং ওয়ার্ড খক্ষ্যং পাড়ার বাসিন্দার শৈচনু মারমার সন্তান উথোয়াইশৈ মারমা (১৮)।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালানোর পর উদ্ঘাটন করে ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের ৪নং ওয়ার্ড শীলবান্ধা পাড়ার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য সিংনুমং মারমার ছেলে উনুসিং মারমা (২৬) এবং একই পাড়ার বাসিন্দা লোওয়াইসামং মারমার ছেলে হ্লাথোয়াইহ্রী মারমাকে (২৮) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২৬জুলাই) দুপুরের দিকে গ্রামবাসী ও স্থানীয় লোকজন উথোয়াইশৈ মারমাকে হত্যার বিষয়টি লোকজনের মুখে শুনে ইউপি সদস্য অংসিংনু মারমাকে অবগত করেন। এরপর ইউপি সদস্য ঘটনা নিহতের পিতা শৈচনু মারমাকে অবগত করল ছেলেকে খুজতে ছুটে যান ঘটনাস্থল শীলবান্ধায় । এসময় তিনি স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, গভীর রাত ৩টা দিকে তার ছেলেকে রাতের আঁধারে পাথর দিয়ে আঘাত করে হত্যা করে নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এরপর তিনি আজ রোববার সকালে রোয়াংছড়ি থানায় এসে অভিযোগ করেন।
এদিকে রোয়াংছড়ি থানা পুলিশ অভিযোগ পেয়ে রবিবার (২৭ জুলাই) বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে এর নেতৃত্বে সকাল থেকে ফায়ার সার্ভিস টিমকে নিয়ে উদ্ধার অভিযান চালায়। এসময় কচ্ছপতলি ক্যাম্পের সেনা সদস্যরাও উপস্থিত ছিলেন। অভিযানের সময় বেলা দেড়টা দিকে তারাছা খালের বেক্ষ্যং পাড়া এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
এব্যাপারে বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ মান্না দে বলেন, যেটা দিয়ে উথোয়াইশৈ মারমা কে হত্যা করা হয়েছে, সেই পাথর ও বাঁশের কঞ্চি উদ্ধার করা হয়। এই ঘটনার সাথে জড়িত ২জনকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com