জেলা প্রতিনিধি।।বান্দরবান।।
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি" ভাষার জন্য রক্ত দেওয়া সেই ঋণ কোনদিন ভুলিবার নয়। একুশের প্রথম প্রহরে সেই সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে ঢল নামে বান্দরবানের কেন্দ্রীয় শহীদ মিনারে।
রাত সাড়ে ১১ টার পর থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য শহীদ মিনারে জড়ো হতে থাকে রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তা- কর্মচারীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
একুশের প্রথম প্রহরে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি শ্রদ্ধা নিবেদন করেন।
তারপরই জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, জেলা পুলিশ সুপার সৈকত শাহীন, জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, পৌর মেয়র শামসুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধঞ্জলি নিবেদন করতে বান্দরবানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে শহিদ মিনারে ভিড় জমান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কয়েকটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ।
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com