বিশেষ প্রতিনিধি।।বান্দরবান।।
পার্বত্য জেলা বান্দরবানে পবিত্র ঈদুল ফিতরের জামাত ঈদগাও মাঠে অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৭টায় প্রথম জামায়াতে ইমামতি করেন মাওলানা আলাউদ্দিন ইমামী।
একই মাঠে দ্বিতীয় জামায়াতে ইমামতি করেন জজ কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মুজিবুর হক প্রতিবারের মতো এবারও ঈদের জামাতে অংশ নেন হাজারো মানুষ।
সাম্প্রতিক পাহাড়ে সন্ত্রাস ও নানা কর্মকান্ডের কারণে ঈদগাহে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে ঈদের জামায়াতে আসা শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করেন পৌর মেয়র মো: ইসলাম বেবী, এছাড়া মুসল্লীদের জন্য খাবার পানি সরবরাহ করেন পৌরসভা।
ঈদ জামায়েতের পূর্বে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, বান্দরবানে সকল জাতি গোষ্ঠির সহবস্থান সম্প্রিতির সহবস্থান দৃঢ় হউক। আগামীতে এই ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হউক। সন্ত্রাস, জঙ্গিবাদ এবং দুর্ণীতিমুক্ত সমাজ ব্যবস্থা সকলকে নিজ নিজ অবস্থান থেকে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com