প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১২:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৮:২৬ এ.এম
বান্দরবানে অসহায় ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনী শিক্ষা সামগ্রী বিতরণ

।।আকাশ মারমা মংসিং, বান্দরবান।।
বান্দরবানে অসহায় ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।
রবিবার (২৪ নভেম্বর) সকালে সেনা জোনের মাল্টিপারপাস শেডে প্রধান অতিথি থেকে বিনামূল্যে এই শিক্ষা সামগ্রী বিতরণ করেন সেনাজোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সারোয়ার জাহান তূর্য।
বিতরণে জোনাল স্টাফ অফিসার লে: মোহাম্মদ মোস্তাহিদুর রহমান মৃধাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন কলেজে একাদশ শ্রেণীর বিভিন্ন বিভাগের আবেদন করা ১৯ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করেন সেনাবাহিনী।
প্রধান অতিথির বক্তব্যে মেজর সারোয়ার জাহান তূর্য বলেন, পার্বত্য অঞ্চলে সুশৃংখল প্রতিষ্ঠার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম প্রতিনিয়ত জারি রেখেছে। শিক্ষা দীক্ষায় পাহাড়ে যেন কেউ পিছিয়ে না থাকে এ লক্ষ্যে কাজ করছে বান্দরবান সেনা জোন। এই শিক্ষা সামগ্রী বিতরণে মধ্যে যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জনগণের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। তাই ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়ন কার্যক্রম চলমান রাখবে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com