
বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানের লামায় মিরিঞ্জা পর্যটন এলাকায় অতিরিক্ত মদ্যপানের নুরুল আলম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই রিসোর্টে গাড়ির চালক ছিলেন বলে জানা গেছে।
আজ মঙ্গলবার ভোরে মিরিঞ্জা এলাকায় রয়েল রিসোর্টে তার মৃত্যু হয়। নিহত যুবক লামা পৌরসভার লাইনঝিরি এলাকার হারুণের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে বন্ধুদের সাথে মিরিঞ্জা পর্যটন এলাকায় রয়েল রিসোর্টে ছিল। সেখানে অতিরিক্ত মদ্যপান করা কারণে নুরুল আলমের অস্বাভাবিক অবস্থা হওয়াতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইফুদ্দিন মো. মুরাদ জানান, অতিরিক্ত মদ্যপানে কারণে তার মৃত্যু হয়েছে। এবিষয়ে থানাকে জাননো হলে পুলিশ আসতে দেরি হওয়ার তার বন্ধুরা জোর করে লাশ নিয়ে যায়।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, খোঁজ নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com