বান্দরবান প্রতিনিধি।।
পর্যটকদের আনন্দঘন মুহুর্তকে বিকাশিত করতে ও বিভিন্ন পর্যটন স্পটে ঘুরে বেড়াতে এই প্রথম বান্দরবানে চালু করা হয়েছে ছাদ খোলা বাস।
সোমবার (১৮ নভেম্বর) সকালে হিলভিউ কনভেনশন হলের সামনে
ছাদখোলা বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও হোটেল হিলভিউ ট্যুরিস্ট বাস মালিক কাজল কান্তি দাশ।
জানা গেছে, এই ছাদ খোলা বাসে প্রায় ৩০ জনের অধিক উন্নত মানে বসার জন্য সিট রাখা হয়েছে। সেসব সিট গুলো ফোম ও আরামদায়ক। প্রাকৃতিক উপভোগের পাশাপাশি রাখা হয়েছে গান বাজানো জন্য সিষ্টেম। যে বাসে বসে পাহাড়ের মেঘের মিতলী উপভোগ করার সুবিধা রয়েছে। পর্যটকদের ঘুরেবেড়ানো জন্য বান্দরবানে এই প্রথম চালু করা হয়েছে ছাদ খোলা বাস।
বাস চালক মো: ফোরকান বলেন, এই ছাদ খোলা বাসে চড়ে পর্যটকরা জেলার নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত, নীলগীরীসহ সকল পর্যটন স্পটে ঘুরে বেড়াতে পারবে। ঘুরাঘুরি শেষ না হওয়ার পর্যন্ত পর্যন্ত স্পটে পর্যটকদের জন্য অপেক্ষা থাকবে এবং নির্ধারিত সময় শেষে একই স্থানে নিয়ে আসা হবে। তাছাড়া এই ছাদ খোলা বাসে বসে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাবে বলে জানান।
হোটেল হিলভিউ ট্যুরিস্ট বাস মালিক কাজল কান্তি দাশ জানান, পাহাড়, নদী, ঝর্না বেষ্টিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভূমি পাহাড়ী জেলা বান্দরবান। প্রাকৃতিক এই সৌন্দর্য্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ছুটে আসে হাজারো পর্যটক। এসব আগত পর্যটকরা যাতে নিরাপদ ও আরামদায়ক ভ্রমনের মাধ্যমে প্রকৃতির এই সৌন্দর্য্য উপভোগ করতে পারে সে কথা চিন্তা করে নিজ উদ্যোগে এই ছাদখোলা বাস চালু করা হয়েছে। এই পর্যটকদের সুবিধার্থে এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com