বিশেষ প্রতিনিধি।। বান্দরবান।।
মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশপাশি বান্দরবানকে সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) সকালে মেঘলার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সভা কক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হুসাইনুজ্জামান চৌধুরী।
বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। শুধু তাই নয় জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহকে রুখতে শিক্ষার্থীদের পাশপাশি জনগণকে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীর ও অতিথিদেরকে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন করে শপদ বাক্য পাঠ করান লাল সবুজ উন্নয়ন সংগঠনের সভাপতি কাওসার আলম সোহেল।
এসময় বান্দরবান রিজিয়নের ট্যুরিস্ট পুলিশ ইনচার্জ স্বপন কুমার আইচ, পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনারুল হক, সংগঠনের সদস্য তুষার সেন তনয় ও শাহাদাত হোসেন, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চীফ ইন্সট্রাক্টর সাজ্জাদ হোসেনসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com