আরাফাত হোসেন বেলাল।। লংগদু।।
রাঙ্গামাটির লংগদু উপজেলা সদরের বাইট্টাপাড়ায় তাহফিজুল কোরআন একাডেমির মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে।
১২ (অক্টোবর) বিকালে মাদ্রাসায় সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাথাছড়া বায়তুশ শরফ এর সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা ফোরকান আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা সভাপতি মাওলানা নাছির উদ্দিন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সে জামে মসজিদের খতিব মাওলানা আমিনুর রশিদ উপস্থিত বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির উপজেলা শাখার সম্মানিত সভাপতি হযরত মাওলানা সোহেল আহমেদ সাহেব সহ অন্যান্য ওলামায়ে কেরাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা মাদ্রাসা শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে বলেন ইলম শিক্ষা করা ফরজ, আলেম ওলামারা রাসুল (স:) এর ওয়ারিশ। ইসলামী শিক্ষা মানুষকে নীতি, নৈতিকতা, সততা,সত্যবাদীতা শিক্ষা দেয়। তাই সকলে আপনাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করাবেন।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com