।। বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবান'সহ তিন পার্বত্য জেলায় বাজারফান্ডের জমির লীজ ৯৯ বছর করা'সহ ৩ দফা দাবীতে বান্দরবানে মানববন্ধন কর্মসূচি পালিত করেছে সর্বস্তরের জনসাধারণ।
আজ রোববার সকালে এগারোটায় বান্দরবান প্রেসক্লাবের সামনে বাজারফান্ডের সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার সাতটি উপজেলায় বাজারফান্ডের শতশত নারী-পুরুষ বাসিন্দারা এ কর্মসূচিতে অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুশীল সমাজের প্রতিনিধি জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী সাবিকুর রহমান জুয়েল, শ্রমিকনেতা নূরুল ইসলাম, এপেক্সসিয়ান হাবিবুর রহমান, যুবনেতা সেলিম রেজা প্রমুখ।
বক্তারা বলেন, তিন পার্বত্য জেলায় বাজারফান্ডের বাসিন্দারা বৈষম্যের শিকার। ফ্যাসিস্ট সরকারের তৈরি করা বৈষম্য দূর করতে অন্তবর্তীকালীন সরকারের কাছে পার্বত্য চট্টগ্রামের বাজারফান্ডের বাসিন্দাদের ৩টি দাবী হলো বাজারফান্ডের জমির লীজ ১০ বছর বাতিল করে ৯৯ বছর করা হউক, ফ্যাসিস্ট সরকারের বন্ধ করা বাজারফান্ডের জমি বন্ধকি রেখে ব্যাংক লোন সুবিধা পুনরায় চালু করা, বাজারফান্ডের জমির সীমানা পরিমাপ চিহ্নিত করতে হবে। অন্যতায় তিন পার্বত্য জেলায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি তুলে দেন ।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com