উচ্চপ্রু মারমা।। রাজস্থলী।।
রাঙ্গামাটির চন্দ্রঘোনা থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরী ৫৮ লিটার চোলাই মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছেন চন্দ্রঘোনা থানা পুলিশ। রবিবার (২৫ মে) রাত নয়টায় তাদের কে আটক করে।
রাজস্থলী থানাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বটতলী এলাকায় মুন্ডি ও কাবাব হাউজ নামক দোকানের ভিতর হতে গোপন সংবাদের ভিত্তিতে ৩ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাইমদ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে এমন সংবাদে সঙ্গীয় মহিলা পুলিশ ফোর্স দ্বারা তল্লাশী করে নিকট হইতে ৫৮ লিটার চোলাইমদ জব্দ সহ আসামী ওচিংমং রাখাইন (৩২) আবু তালেব (২৬) ওসমান গণি (২৬) কে গ্রেপ্তার করা হয়।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাজান কামাল জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে আসামীদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীদের বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com