

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি:
রাঙ্গামাটির বাঘাইছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে পৌরসভার ৭নং ওয়ার্ড এলাকায় ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম মোহরম আলী বিটু। সোমবার ১ নভেম্বর সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করে বাঘাইছড়ি থানার পুলিশ।
থানার অফিসার ইনচার্জ (ওসি)-মোঃ হুমায়ুন কবির এর সুনির্দিষ্ট নির্দেশনাক্রমে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন চৌকস পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান (নিঃ)। তার সাথে সঙ্গীয় অফিসার ও ফোর্সেরা অভিযানে অংশ নেন।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোহরম আলী বিটু ৭নং ওয়ার্ডসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার ডেরায় হানা দেয় এবং হাতেনাতে তাকে আটক করে।
আটককালে মোহরম আলী বিটুর কাছ থেকে ২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসআই রাকিবুল হাসান গণমাধ্যমকে জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের এই বিশেষ অভিযান চলমান থাকবে। কারও ব্যক্তিগত পরিচয় না দেখে আমরা কঠোর হাতে মাদক কারবারিদের দমন করব।”
আটককৃত মোহরম আলী বিটুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অনুযায়ী সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com