

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম গণ্ডাছড়া এলাকায় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন।
২২ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০ ঘটিকায় ৫৪ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মহিউদ্দিন ফারুকী(পদাতিক) এই কম্বল বিতরণ করেন।
এসময় বিজিবির অধিনায়ক বলেন সীমান্তে নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে থেকে (৫৪ বিজিবি) জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অন্যান্য কল্যাণমূলক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com