মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি:
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ইউনিয়নের মাচালং বাজারে বাঘাইহাট ১৪ ইবি কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৮ অক্টোবর) সকাল ১০ হইতে বাঘাইহাট ১৪ ইবি কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাঘাইহাট ১৪ ইবি জোনের ভারপ্রাপ্ত টুআইসি মেজর নাহিদ বিন হাফিজ, মেডিকেল অফিসার-নয়া ক্যাপ্টেন শাহনেওয়াজ সুশান (আরএমও) ও মাচালং আর্মি ক্যাম্প কমান্ডার, ক্যাপ্টেন খন্দকার মেহেদী হাসান।
বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম সকাল থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত পরিচালনা করা হয়েছে।
এসময় চিকিৎসাভোগীর মধ্যে সংখ্যানুপাতিক প্রায় ১৩০ জন এ সেবা গ্রহণ করে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করলেও বাঙ্গালিদের চাইতে পাহাড়ি জনগোষ্ঠির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com