মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
হিজরী নববর্ষ ১৪৪৭ উদযাপন উপলক্ষে পবিত্র আহলে বাইতে রাসুল (স) স্মরণে বাঘাইছড়িতে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত।
গত বুধবার ২ জুলাই রাত ৮ ঘটিকায় চৌমুহনী মুক্ত মঞ্চে হিজরি নববর্ষ উদযাপন পরিষদ বাঘাইছড়ি উপজেলা এর আয়োজনে ও হিজরী নববর্ষ ১৪৪৭ উদযাপন উপলক্ষে এক ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এসময় বাঘাইছড়ি উপজেলা আহলে সুন্নত ওয়াল জামাআত এর সভাপতি মাওলানা আবু হানিফ নঈমী এর সভাপতিত্বে প্রধান আলোচক হিজরি নববর্ষ উদযাপন পরিষদ এর যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার সৈয়দ আবু আজম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হিজরি নববর্ষ ১৪৪৭ উদযাপন পরিষদের আহ্বায়ক শাহাজাদা সৈয়দ মোঃ আব্দুল বারী, সংবর্ধিত অতিথি কাউছার উদ্দিন নুরী, হিজরি নববর্ষ ১৪৪৭ প্রস্তুতি কমিটি আহবায়ক রাইসুল ইসলাম রাকিব সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com