

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
বাংলাদেশ জাতীয় ফুটবল টীম ( অনুর্ধ-১৯) এর গোলবার সামলানোর ডাক পাওয়ায় রাজ চৌধুরী (সাগর) কে সংবর্ধনা দিলো মুসলিম জাগরণী ক্লাব।
আজ বুধবার ( ২৮ মে) বিকেল ৫ ঘটিকায় মুসলিম ব্লক মাঠে, মুসলিম ব্লক জাগরণী ক্লাবের আয়োজনে উক্ত সংবর্ধনার আয়োজন করা হয়।
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকার কৃতী সন্তান ও মুসলিম ব্লক জাগরণী ক্লাবের সদস্য রাজ চৌধুরী (সাগর) কিছুদিন পূর্বে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারতের কাছে ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ। দুই দলের নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়।
জানাযায় বাঘাইছড়ি উপজেলা থেকে রাজ চৌধুরী সাগর প্রথম জাতীয় (অনূর্ধ্ব ১৯) ফুটবল দলে খেলার গৌরব অর্জন করে, তাই তাকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলো মুসলিম ব্লক জাগরণী ক্লাবের সাবেক খেলোয়াড় মোঃ জসিম উদ্দিন, আজগর আলী, মোক্তার হোসেন সোহেল, ফয়েজ আহমেদ খোকন সহ ক্লাবের খেলোয়াড়বৃন্দ।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com