মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় দুর্ঘটনায় পা হারানো ট্রলি চালক মকবুল হোসেন(৩৫) এর কৃত্রিম পা সংযোজন এর উদ্যোগ নেওয়া হয়েছে। এই কৃত্রিম পা সংযোজন এর উদ্যোগ নিয়েছেন বাঘাইছড়ি উপজেলার তিনজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী ও উপজেলা বিএনপির নেতা। সম্পুর্ন মানবিক বিবেচনায় ৭৫ হাজার ৫ শত টাকা খরচে এই কৃত্রিম পা সংযোজন এর উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলা কাঠ ব্যাবসায়ি সমিতির কার্যালয়ে উপজেলা বিএনপির নেতা ও কাঠ ব্যাবসায়ি সমিতির সহসভাপতি মো: ওমর আলী, বিশিষ্ট ঠিকাদার আতাউর রহমান এবং উপজেলা সেচ্চাসেবক দল নেতা ও হার্ডওয়ার ব্যাবসায়ি মো: নূর উদ্দিন রাজু দূর্ঘটনায় পা হারানো মকবুল হোসেন এর হাতে নগদ ৭৫৫০০ টাকা সহায়তা হস্তান্তর করেন।
এসময় মকবুল হোসেন মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তিনজনের জন্য দোয়া করেন। এ বিষয়ে বিএনপি ও ব্যাবসায়ি নেতা ওমর আলী বলেন সম্পুর্ন মানবিক বিবেচনায় আমাদের জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এই আর্থিক অনুদান দেয়া হয়েছে ভবিষ্যতেও এই ধরনের অসহায় মানুষের জন্য মানবিক সহায়তা অভ্যাহত থাকবে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com