

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার ৩২নং বাঘাইছড়ি ইউনিয়নের মাঝিপাড়া বিওপির অধীনস্থ উল্টাছড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস তৈরির জন্য ২৭ বিজিবি মারিশ্যা জোনের পক্ষ হতে নগদ অর্থ প্রদান করা হয়।
শুক্রবার (২ মে) মাঝিপাড়া বিওপি কমান্ডারের মাধ্যমে নগদ ১০,০০০ ( দশ হাজার) টাকা অর্থ প্রদান করেন ৷ এসময় উল্টাছড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ও ছাত্র-ছাত্রীগন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য জনকল্যানমুলক কর্মকান্ড অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন ৷
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com