মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
বৈদেশিক অর্থ উপার্জনের লক্ষ্যে কপি ও কাজুবাদাম চারা রোপন এর মাধ্যমে বৃক্ষরোপণ অভিযান শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা করেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
শনিবার ২৬ জুলাই তালছড়া গ্রামের কার্বারী পাড়া এলাকায় স্থানীয়দের সাথে মতবিনিময় সভাশেষে উদয়পুর বড় কংলাক পাড়ায় কপি, কাজুবাদাম বাগানে চারা রোপনের মাধ্যমে কর্মসূচি পালন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ এর সদস্য দেব প্রসাদ দেওয়ান।
মারিশ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপন চাকমা, হেডম্যান, কার্বারী ও স্থানীয়রা।
এসময় রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান সাজেকের বড় কংলাক পাড়া এলাকায় স্হানীয় ব্যক্তিদের কফি গাছের চারা এবং কাজু বাদাম গাছের চারা অধিক হারে রোপন,করে বৈদেশিক অর্থ উপার্জনের পরামর্শ প্রদান করেন এবং জেলা পরিষদ কর্তৃক স্হানীয় চাষীদের চারা প্রদানের আশ্বাস প্রদান করেন।
তালছড়া গ্রামে মতবিনিময় সভায় স্হানীয় কার্বারী এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি, বিশুদ্ধ পানির ব্যবস্থা,স্বাস্থ্য ক্লিনিক নির্মাণ ও বিদ্যুৎ সরবরাহের আবেদন করেন, জেলা পরিষদ চেয়ারম্যান স্হানীয়দের দাবি পূরণের আশ্বাস প্রদান করেন।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com