মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড়ী -বাঙ্গালী ও অন্যান্য জাতিগোষ্ঠীর ১২৩০ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৪ বাঘাইহাট ও ২৭ মারিশ্যা বিজিবি জোন।
বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র, কৃষি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মানবিক সহায়তার অংশ হিসেবে বাঘাইছড়ি পৌরসভার ছয়শত পরিবার ও বাঘাইছড়ি ইউনিয়ন এবং সাজেক এলাকায় ৬৩০ পরিবারের মাঝে এসব খাদ্যশস্য বিতরণ করে।
আজ বুধবার (১৪ মে ) বাঘাইহাট ব্যাটালিয়নের তত্ত্বাবধানে সাজেক ইউনিয়ন রুইরুই পাড়া এবং মারিশ্যা ব্যাটালিয়নের তত্ত্বাবধানে বাঘাইছড়ি পৌরসভা ও বাঘাইছড়ি, বঙ্গলতলী ইউনিয়ন পরিষদ মোট ০৪টি স্থানে খাদ্যশস্য বিতরণ করা হয়।
এসময় বাঘাইহাট ব্যাটালিয়ন সদরে সাজেক ইউনিয়নের রুইরুই এলাকায় বসবাসরত পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করেন চট্টগ্রাম রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মোঃ শাহরিয়ার ইকবাল এবং খাগড়াছড়ি সেক্টরের অধীনস্থ মাচালং বাজার এলাকায় খাদ্যশস্য বিতরণ করেন বিজিবি খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম ও বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী এবং মারিশ্যা ব্যাটালিয়নের আওতাধীন পৌরসভা ও বাঘাইছড়ি ইউনিয়নে বিতরণ করেন মারিশ্যা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com