মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি:
রাঙ্গামাটির বাঘাইছড়িতে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো সনাতন ধর্মাবলীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা।
বৃহস্পতিবার, ২রা অক্টোবর বিকেলে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয় এবারের বিজয় দশমী।
এদিন সকাল থেকে পুষ্পাঞ্জলি, সিদুর সাজ ও নানা উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ঢাক ঢোল বাজিয়ে দেবীদের ঘোরানো হয় কাচালং নদীতে। এসময় হাজরো বক্তগন নদীর দুই পাশে ভীড় জমায়। পরে সন্ধ্যায় কাচালং নদীতে পরিক্রমা শেষে প্রতিমা বিসর্জ্জন দিয়ে ২০২৫ এর শারদীয় দূর্গা উৎসব সমাপ্তি করা হয়।
দিনব্যাপি দেবি দুর্গাকে বিসর্জনকে ঘিরে আইন শৃঙ্খলা নিরাপত্তা জোরদার ছিলো চোখে পড়ার মতো।
এবিষয়ে বাঘাইছড়ি উপজেলার পূজা উদযাপন পরিচালনা কমিটির সভাপতি জীবন সরকার বলেন, উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে ও প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে এবার শারদীয় দূর্গা উৎসব সমাপ্তি করতে পেরেছি। বাঘাইছড়ি উপজেলা প্রশাসন, ২৭ বিজিবি মারিশ্যা জোন,বাঘাইছড়ি থানা ও আনসার ও ভিডিপি সহ সকল দপ্তরের কর্মকর্তা কে জানাই আন্তরিক ধন্যবাদ।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com