

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি:
রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে গনসমাবেশ আয়োজন করছে ২ ডিসেম্বর চুক্তি উদযাপন কমিটি।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকার সময় তুলাবান স্পোর্টিং ক্লাব মাঠে ৩৩ নং মারিশ্যা ইউনিয়নের চেয়ারম্যান আপন চাকমা সভাপতিত্বর এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জনসংহতি সমিতির সহ ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা জেএসএস সভাপতি পলক জ্যেতি চাকমা। জেএসএস সাবেক সহ সাধারণ সম্পাদক ত্রীদিব চাকমা, সমাপ্তি দেওয়ান সহ অনেক অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তরা বলেন, দীর্ঘ ২৮ বছর হলেও চুক্তি এখনো বাস্তবায়ন হয়নি। বক্তরা আরো বলেন চুক্তি করা হয়েছে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে আওয়ামী লীগ সরকার বা কোন ব্যক্তির সাথে নয়। চুক্তি বাস্তবায়ন নিয়ে নানা ভাবে ষড়যন্ত্র হচ্ছে তাই সবাইকে এক হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com