।।বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে পানিতে ডুবে সিরাতুল মুনতাহা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার বেলা ১টার দিকে বাঘাইছড়ি পৌরসভার ৩ নং ওয়ার্ডের মুসলিম ব্লক কলেজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি কলেজপাড়া এলাকার মোঃ নুর হোসেনের মেয়ে।
স্থানীয়না জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পাশে জমে থাকা বন্যার পানিতে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com