মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পূর্ব লাইল্যাঘোনা ইউনিয়নে এলাকাবাসীর ভোগান্তি দূর করতে সামাজিক দায়িত্ববোধ থেকে রাস্তা মেরামতের কাজ করলেন উপজেলা ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-আহ্বায়ক মো. ইকবাল হোসেন।
সোমবার (২৯ জুন) সকাল থেকে তার নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবী পূর্ব লাইল্যাঘোনা বাজার থেকে নদীর পাড় পর্যন্ত ভাঙা রাস্তা সংস্কারের কাজে অংশ নেন। একইসঙ্গে বটতলী থেকে লাইল্যাঘোনা যাওয়ার মূল সড়কের বিভিন্ন অংশে যেসব স্থানে ভাঙ্গন দেখা দিয়েছিল, সেগুলোকেও মেরামত করা হয়।
স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে এসব সড়কে চলাচল দুর্বিষহ হয়ে উঠেছিল। বর্ষায় কাঁদা ও গর্তের কারণে মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। এবার রাস্তা মেরামতের ফলে অন্তত শতাধিক পরিবার উপকৃত হবে বলে আশা করছেন এলাকাবাসী।
মো. ইকবাল হোসেন বলেন, রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোই একজন ছাত্রনেতার মূল দায়িত্ব। আমরা চেয়েছি নিজেরা কিছু করে এলাকার মানুষের উপকারে আসতে।
এ ধরনের সামাজিক কাজে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com