মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে এ জরিমানা করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার।
অভিযানে কেবিএম নামে একটি ইটভাটায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় অপরদিকে ফাইভ স্টার এবং এমএমসি নামে দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে দুটি মামলায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে তিনটি ইটভাটার মালিক ও ম্যানেজারকে ইটভাটার সব কার্যক্রম বন্ধ করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয় ও কয়েক হাজার কাঁচা ইট ভেঙে নষ্ট করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় অবৈধ ইটভাটা বন্ধের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com