

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি:
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বটতলী দরবার শরীফের আয়োজনে,আহলে সুন্নাত ওয়াল জামা'আত এর উদ্দ্যোগে র্যালিটি বটতলী দরবার শরীফ থেকে সকাল ৮ টায় শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী মুক্তমঞ্চে আলোচনা সভায় সমবেত হয়।
উক্ত আলোচনা সভায় সিঙ্গীনালা দাখিল মাদ্রাসার সুপার শাহজাদা মোহাম্মদ আব্দুল বারীর সঞ্চালনায় বটতলী দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ আব্দুন নূর ছাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি আহলে সুন্নাত ওয়াল জামা'আতের সভাপতি মাওলানা আবু হানিফ নঈমী।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ বাঘাইছড়ি শাখার সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাঁজা, ইঞ্জিনিয়ার মোঃ সরোয়ার সহ বিভিন্ন মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক সহ সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) শুধু আনন্দের দিন নয়, বরং মানবতার মুক্তির বার্তা স্মরণ করার দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) আগমনের মাধ্যমে অশান্ত, অন্যায় ও অবিচারে জর্জরিত পৃথিবী শান্তির বার্তা পেয়েছিল। তাঁর দেখানো আদর্শই পারে ভ্রাতৃত্ব, দয়া ও মানবিক সমাজ গড়ে তুলতে। বক্তারা আরো বলেন, নবীর জীবনাদর্শ আত্মস্থ করে ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবনে প্রয়োগ করলেই প্রকৃত অর্থে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য ফুটে উঠবে।
আলোচনা সভা শেষে বটতলী দরবার শরীফে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করা হয় এবং মহানবী (সা.)-এর দেখানো পথে সমাজ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com