মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৭ নং আমতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে পাবলাখালী (আমতলী) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে রাঙ্গামাটি জেলা বিএনপির উপদেষ্টা ও আমতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন। বিশেষ অতিথিদের মধ্যে রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শফিউল আজম, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ইউনিয়ন বিএনপি নেতা হুমায়ুন কবির মজনু ও ওমর ফারুক এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আমতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম নয়ন, এছাড়াও আমতলী ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বিগত আওয়ামী সরকারের আমলে আমতলী বিএনপি পরিবারের সদস্যরা যেভাবে নির্যাতন নিপীড়িত হয়েছেন তা তুলে ধরে নিন্দা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে আওয়ামীলীগের দোসরদের বিরোদ্ধে শক্ত অবস্থানের ব্যাপারে হুশিয়ারি জানান। বক্তারা বলেন, ৫ আগস্টে ছাত্র জনতার গন আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর দীর্ঘ ১৭ বছর পর আমতলীতে কর্মী সমাবেশ করতে পারছি এবং এই সমাবেশ থেকে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মানের করতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
জেলা বিএনপির সভাপতি তার বক্তব্য শেষে আগামী ৬ মাসের জন্য ১১ সদস্য বিশিষ্ট আমতলী ইউনিয়ন বিএনপি কমিটি ঘোষণা করেন এবং এর মধ্যে সকল ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলনের নির্দেশনা প্রদান করেন।
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com