মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
বাঘাইছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের পাশে দাড়িয়েছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
সোমবার (১০ মার্চ ) বিকেল ৩ ঘটিকায় গত ১৭ফেব্রুয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ৫ পরিবারকে নগদ ৫ হাজার টাকা ও ৪ টি করে কম্বল বিতরণ করেন, মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো:জাহিদুল ইসলাম (পিএসসি)।
এসময় উপস্থিত ছিলেন, মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর নোমান আল ফারুক।
জোন কমান্ডার বলেন, আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের জন্য এই বিপদের সময় এই সহায়তা তাদের জন্য কিছুটা হলেও স্বস্তির ব্যাপার এ সহায়তায় তাদের, আর্থিক কষ্টের বোঝা অনেকটাই লাঘব হবে বলে আমাদের বিশ্বাস।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com