

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর বিশেষ অভিযানে ১০০ কার্টুন (১০০০ প্যাকেট) ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ৩ জুন রাত সাড়ে ১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উগলছড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহিন অবস্থায় অবৈধ সিগারেট গুলো উদ্ধার করে বিজিবি সদস্যরা।
সিগারেট উদ্ধারের বিষয়টি মারিশ্যা জোনের সহকারী পরিচালক (এডি) আজিমুল হক,পিবিজিএম নিশ্চিত করে বলেন, আমরা গোপন সূত্রে জানতে পারি ভারতীয় অবৈধ সিগারেট পাচারের উদ্দেশ্যে আনা হয়েছে। পরে অভিযান চালিয়ে মালিক বিহিন অবস্থায় এসব সিগারেট পাওয়া যায়। মারিশ্যা জোন কমান্ডারের নির্দেশে ভবিষ্যতেও এই অভিযান অব্যহত থাকবে।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com