
মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি:
বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালক করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করে বিজিবি।
শনিবার ২৫ অক্টোবর বিজিবি'র পক্ষ থেকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডারের দিক নির্দেশনায়, ক্যাপ্টেন অমিত কুমার সাহা এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে বাঘাইছড়ি উপজেলাধীন মধ্যম বাঘাইছড়ি আবাসিক এলাকায় চোরাকারবারীরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের বস্তায় বহনকৃত বিদেশী Mond ব্যান্ডের সিগারেট ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় Mond ১০০ কার্টুন সিগারেট জব্দ করে। উক্ত কার্টুনগুলো খুলে Mond ব্রান্ডের ১০০০ প্যাকেট বিদেশী সিগারেট পাওয়া যায়। জব্দকৃত সিগারেট এর সর্বমোট সিজার মূল্য ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মাত্র।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর সম্মানিত জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com