জেলা প্রতিনিধি।।বান্দরবান।।
"মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের শুভ নববর্ষের উৎসব উদযাপন করা হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসক মাঠ প্রাঙ্গনে বেলুন ও শান্তির প্রতীক পায়র উড়িয়ে বাংলা নববর্ষের শুভ উদ্বোধন করে৷ন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।
পরে জেলা প্রশাসক প্রাঙ্গন থেকে বের করা হয় সম্প্রীতি মঙ্গল শোভাযাত্রা। অংশ নেন পাহাড়ের ১১টি জাতিগোষ্ঠীর। শহরে প্রধান সড়ক প্রদক্ষিন করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউট এসে শেষ হয়। পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউট হলরুমে শুরু হয় বাংলা নববর্ষের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শাহ মোহাজিদ উদ্দিন সভাপতিত্বে পুলিশ সুপার সৈকত শাহীন, পৌর মেয়র শামসুল ইসলাম, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশসহ সরকারি বেসরকারি কর্মকর্তাসহ ১১টি জাতিগোষ্ঠী উপস্থিত ছিলেন।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com