মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আতিকুর রহমান,পদাতিক এর সার্বিক দিক নির্দেশনায় মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দেড় শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ এবং রান্না করা খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের উপ অধিনায়ক মেজর নোমান আল ফারুক, মারিশ্যা জোনের মেডিকেল অফিসার ,মেজর গাজী মোহাম্মদ হাসান,এএমসি।
এসময় ২৭ বিজিবি'র পক্ষ থেকে বলা হয়,সীমান্ত রক্ষার পাশাপাশি ২৭ বিজিবি মারিশ্যা জোন সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছে। তারই অংশ হিসেবে পর্যায়ক্রমে অন্যান্য আশ্রয় কেন্দ্রে গুলোতেও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও খাবার ও ঔষধ বিতরণ করা হবে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮। ইমেইল : rumabarta23@gmail.com