

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি:
আসন্ন বড়দিন উদযাপন উপলক্ষে পাহাড়ের দুর্গম এলাকায় বসবাসরত খ্রিস্টান ধর্মীয় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৪বিজিবি)।
রোববার (২১ ডিসেম্বর) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের নিউথাংনাং পাড়া বিওপি এলাকায় যিশু খ্রিস্টের জন্মদিনকে কেন্দ্র করে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বিজিবির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
খাগড়াছড়ি বিজিবি সেক্টরের আওতাধীন বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়ন এই সহায়তা বিতরণ করে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার দুর্গম পাহাড়ি জনপদ বেথলিং পাড়ায় বসবাসরত ছয়টি পরিবারের স্থানীয়দের মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
বিজিবি জানায়, বড়দিন উপলক্ষে যিশু খ্রিস্টের জন্মদিনের আনন্দকে আরও অর্থবহ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় নিউথাংনাং পাড়া বিওপির কমান্ডার অনুদান বিতরণ করেন।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী বলেন, সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠী যেন তাদের ধর্মীয় উৎসব আনন্দের সঙ্গে উদ্যাপন করতে পারে, সে লক্ষ্যে বিজিবি নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com