

ডেক্স রিপোর্ট:
আজ বড়দিন। খ্রিষ্টিয়ান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলো শুভ বড়দিন। সে উৎসবে আনন্দ ভাগাভাগি করতে শুভেচ্ছা বিনিময় করতে যান বান্দরবানের রুমা উপজেলার জোন কমান্ডার লেঃ কর্নেল মেহেদী হাসান সরকার এসবিপি, পিএসসি (৩৬ বীর)।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে রুমার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোনের উপঅধিনায়ক মেজর মোঃ মাহফুজর রহমান, পিএসসি।
স্থানীয় গীর্জায় পাড়ার প্রধান ও পাড়াবাসীদের নিয়ে বড়দিনের বিশেষ কেক কাটেন। বাংলাদেশ সেনাবাহিনীর আগমনে পাড়াগুলোতে উৎসবের আমেজ কয়েকগুণ বেড়ে যায়। এসময় সেনা কর্মকর্তারা শিশুদের মাঝে চকলেট ও বড়দিনের শুভেচ্ছা উপহার বিতরণ করেন এবং স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সাথে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে আলাপ-আলোচনা করেন।
শুভেচ্ছা বিনিময়কালে জোন কমান্ডার লেঃ কর্নেল মেহেদী হাসান সরকার বলেন, "পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে। বড়দিনের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য রুমা অঞ্চলে সবসময় অক্ষুণ্ণ থাকবে।"
উপঅধিনায়ক মেজর মোঃ মাহফুজর রহমান, পিএসসি স্থানীয়দের সাথে আলাপকালে বড়দিনের শুভেচ্ছা জানান এবং এলাকার শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর প্রতি জনসাধারণের সহযোগিতার প্রশংসা করেন।
স্থানীয় কার্বারি ও ধর্মীয় যাজকরা সেনাবাহিনীর এই উচ্চপদস্থ কর্মকর্তাদের সরাসরি পাড়ায় আগমন এবং সাধারণ মানুষের সাথে কেক কেটে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, সেনাবাহিনীর এই আন্তরিকতা পাহাড়ে সম্প্রীতির পরিবেশকে আরও সুদৃঢ় করবে।
রুমা জোন (৩৬ বীর) দীর্ঘদিন ধরেই এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবে স্থানীয়দের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com