সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।
বিলাইছড়ি উপজেলা ৪ নং বড়থলি ইউনিয়নে ২৭৫ জন ভিডব্লিউবি( VWB) মহিলাদের নগদ অর্থ প্রদান/ বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে ৪ নং ওয়ার্ড ত্রিপুরা পাড়া হতে এইসব অর্থ বিতরণ করা হয়। এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাইয়া তঞ্চঙ্গ্যা নিজেই উপস্থিত থেকে এইসব টাকা/ অর্থ বিতরণ করেন।
জানা গেছে, বড়থলি ইউনিয়নটি বাংলাদেশে সবচেয়ে দুর্গম ইউনিয়ন। যা মায়ানমারের সীমানার কাছাকাছি। যেতে হলে রুমা হয়ে যেতে হয়।যা সদর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। এজন্য কোনোভাবে চাউল নেওয়া সম্ভব নয়। তাই উপজেলা প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত সকলের সহযোগিতায় চাউলের পরিবর্তে নগদ এইসব অর্থ প্রদান করা হলো।একই সময়ে বিদ্যালয়ে শিক্ষার্থীর জন্য স্কুল ড্রেসও বিতরণ করা হয়। এসময় শিক্ষক ও অন্যান্য মেম্বারগণও উপস্থিত ছিলেন।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com