খেলা ডেস্ক।।এ বছর মেসি প্রথম মাঠে নামবে ১৯জানুয়ারী। লিওনেল মেসির আগমনে বদলে গেছে যুক্তরাষ্ট্রের খেলার জগৎ। গত বছরের জুনে মেসির মেজর লিগ সকারের (এমএলএএস) ক্লাব ইন্টার মায়ামিতে যাওয়ার ঘোষণার পর থেকে দেশটিতে চলছে মেসি-ম্যানিয়া। জনপ্রিয়তায় পিছিয়ে থাকা ফুটবল নিয়েই এখন যুক্তরাষ্ট্রের মানুষদের যত আগ্রহ।
বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকার কারণে টিকিটের দাম থেকে শুরু করে জার্সির দাম—সবকিছুই বেড়েছে। মেসির খেলা দেখতে হলিউড এবং অন্য খেলার তারকারাও ছুটে আসছেন মায়ামির মাঠে। এগুলো সব অবশ্য ফুটবলকেন্দ্রিক পরিবর্তন। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস বলছে, মেসির উপস্থিতি ফুটবলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অন্যান্য খাতেও বেশ প্রভাব রাখছে। বিশেষ করে ফ্লোরিডার আবাসন খাত নাকি মেসির কারণে ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com