সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।
রাঙ্গামাটির বিলাইছড়ির ফারুয়া ইউনিয়ন ও রাজস্থলী থানা পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা (অতিরিক্ত দায়িত্ব আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত)।
গত বৃহস্পতিবার (২১ আগস্ট) পরিদর্শনকালে তিনি রাজস্থলী থানার গুরুত্বপূর্ণ মামলার নথিপত্র যাচাই করেন। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরীর সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সেবার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, গ্রেফতারি পরোয়ানা তামিল, তদন্তাধীন মামলাসমূহ বিশ্লেষণ এবং তদন্তের মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করেন। একইসাথে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাদের জন্য গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতনসহ সমসাময়িক বিভিন্ন সমস্যা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিক-নির্দেশনা দেন।
পরে ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন অফিসে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভায় অংশ নেন। এসময় রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন, রাজস্থলী সার্কেল এএসপি নুরুল আমিন, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com