

স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার আধারমানিক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪৩ বিজিবির অধিনস্থ ওই এলাকায় গত ১৭ জানুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি ১৮ জানুয়ারি বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নিশ্চিত করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, আধারমানিক বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২২০৮/৪ আরবি থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘একেখান চা বাগান’ এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয়। রাত আনুমানিক ৯টার দিকে ভারত দিক থেকে দুইজন চোরাকারবারী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশের চেষ্টা করলে টহলদল তাদের চ্যালেঞ্জ করে।
এ সময় টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সঙ্গে থাকা দুটি বস্তা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ফেলে যাওয়া দুটি বস্তার ভেতর থেকে ছয়টি প্যাকেটে রাখা মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করে বিজিবির সদর দপ্তরে সংরক্ষণ করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
৪৩ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম, পিএসসি জানান, মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান দমন এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিজিবি ২৪ ঘণ্টা সীমান্তে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com