স্টাফ রিপোর্টার:
রুমা প্রেস ক্লাব স্থাপিত ২০০৫সালে। তখনকার সময় থেকে সভাপতি ছিলেন শৈহ্লাচিং মারমা ও সাধারন সম্পাদক ক্যমুইঅং মারমা। এরপর ২০১৮সালে কমিটি গঠনে এসে সভাপতি পদে পুনরায় শৈহ্লাচিং মারমা যাচাই বাছাই করে নির্বাচিত হয়েছিলেন সে সময়ে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেলেন চনুমং মারমা ও কোষাধ্যক্ষ মংহাইথুই মারমা। কমিটি গঠনতন্ত্র অনুসারে তিন বছর পর পর কমিটি গঠন করার কথা থাকলেও নানা সমস্যা ও গাফিলতির কারনে অবশেষে বান্দরবান জেলা ও উপজেলার মধ্যে আলোচনা-সমলোচনার মধ্যদিয়ে প্রায় ৮বছর পর উপদেষ্টা বান্দরবান জেলার দৈনিক ভোরের কাগজে প্রতিনিধি মংসানু মারমা, দৈনিক যায়যায়দিন ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ক্যমুইঅং মারমা'র সুপরামর্শে নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে রুমা উপজেলার সদর ইউনিয়নের আলোচিত মুনলাই পাড়ার নিকটস্থ বগালেক যাওয়ার প্রধান সড়কে পাশে “কিছুক্ষণ রেস্টুরেন্টে” আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে তিন বছর মেয়াদি রুমা প্রেস ক্লাব কমিটিতে সভাপতি পদে শৈহ্লাচিং মারমা বাংলাদেশ বেতার কেন্দ্র ও দৈনিক পূর্বকোণ এর প্রতিনিধি , সাধারণ সম্পাদক পদে চনুমং মারমা দৈনিক ভোরের কাগজে প্রতিনিধি ও কোষাধ্যক্ষ পদে মংহাইথুই মারমা দৈনিক আমার সংবাদ, দৈনিক জনবানী ও দৈনিক সাঙ্গু পত্রিকার প্রতিনিধি নির্বাচিত হন। এবারে ২০২৫ সালে কার্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেলেন দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি নুসিং থোয়াই মারমা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াচিং (অনুপম) মারমা, রোয়াংছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাথোয়াইঅং মারমা ও কোষাধ্যক্ষ হ্লাছোহ্রী মারমা।
নতুন কমিটিতে কার্য সদস্য হিসেবে নির্বাচিত হন রুমা উপজেলা দৈনিক ইত্তেফাক এর প্রতিনিধি অংবাচিং মারমা।
পরে উপদেষ্টাদের পরামর্শে সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত করেন, দৈনিক অবজারভার ও সংবাদ সারাবেলা প্রতিনিধি উবাসিং মারমা, দৈনিক কালের কন্ঠ পত্রিকায় মাল্টিমিডিয়া শাখায় প্রতিনিধি আব্দুল হাকিম, দৈনিক নববানী পত্রিকার প্রতিনিধি মথি ত্রিপুরা ও প্রতিনিধি শৈলুমং মারমা।
পরে বিশেষ অতিথি ও উপদেষ্টাদের বক্তব্যে কিছু মূল্যবান কথা রুমা প্রেস ক্লাবের বিষয়ে প্রদান করেন। তারা বলেন প্রেস ক্লাব উন্নয়নের দিকে আনতে হলে একে অপরের সাথে শ্রদ্ধা ও সমন্বয় রেখে কাজের মান বাড়াতে হবে, তবেই উন্নয়নের প্রতিফলিত হবে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com