মোঃ মহিউদ্দিন।। বাঘাইছড়ি।।
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় প্রথম বারের মত পেয়াজ চাষে সাফল্যে দেখা পেয়েছেন। রাঙামাটি জেলা পরিষদ অর্থয়ানে বিশেষ প্রনোদনা পেয়াজ বিচি, সার, কীটনাশক সহ ৫০ জন চাষিদের মাঝে উপকরণ বিতরণ করেন বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বাঘাইছড়ি পৌরসভা ব্লক, বাঘাইছড়ি ইউনিয়ন লাল্যঘোন,উগলছড়ি ব্লকে এলাকা চাষীদের প্রাথমিক ভাবে পেয়াজের ব্যাপক ফলন হওয়ায় আগ্রহ দেখাচ্ছে চাষিরা। তামাক চাষে নিরুৎসাহিত করা , তামাকের পরিবর্তে পেযায় চাষ, করা নিয়ে মাঠে কাজ করছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।
পুরাতন মারিশ্যা কৃষক আবদুল হালিম বলেন ৩০ শতাংশ জমিতে পেয়াজ চাষ করে আমি ৬০ মনের মত পেয়াজ পেয়েছি। দাম যদি বেশী পাওয়া যায় তামাকের চাইতে দ্বিগুণ লাভ হবে বলে তিনি মনে করেন।
উপসহকারী কৃষি অফিসার মোঃ ফরহাদ মিয়া বলেন আমরা প্রাথমিক ভাবে পাহাড়ে পেয়াজ চাষে কৃষকদের মধো ব্যাপক সাফল্যে দেখা যাচ্ছে ৫০ জন চাষিদের মধ্যে বীজ, সার, প্রযুক্তিসহয়াতা মাধ্যমে প্রথম বারের মত পেয়াজ চাষ করে ১০০ টনের মত পেয়াজ উৎপাদন করা হয়। যদি রাঙামাটি জেলা পরিষদ আগামী বছর বিশেষ প্রনোদনা অব্যহত রাখলে পাহাড়ে পেয়াজের চাহিদা মিঠিয়ে জেলা থেকে পেয়াজ সমতলে যাবে যাবে বলে তিনি মনে করেন।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com