রুমাবার্তা ডেস্ক।।
বাংলাদেশ পুলিশের ৩০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ২০ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ১০ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।
রোববার (৬ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে এই বদলির কার্যক্রম হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের ডিএমপি, জেলা পুলিশ, সিআইডি, এসবি, এপিবিএন ও র্যাবের বিভিন্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com