স্টাফ রিপোর্টার:
বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের মুননোয়াম পাড়া এলাকায় নিবন্ধিত শিশু ও গর্ভবতী মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী, শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প বিডি ০৫১৪ আয়োজনে বাস্তবায়ন করেছেন পার্বত্য কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি)। পাশাপাশি আর্থিক সহযোগিতা দিয়েছেন কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (সিআইবি)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ) সকাল ১১ টা দিকে প্রকল্প শিশু সেন্টারে এ কার্যক্রমের আয়োজন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিম, রূপচাঁদা তেল ও ডাল, সাবান, নেইল কাটার, হুইল সাবান, খাতা ৪টি, কলম ২টি ও রং বক্স ১টি, ডিম, আপেল, হরলিক্স, ডাল ও রূপচাঁদা তেল উপকারভোগী মোট ৩৩৩ জনকে বিভিন্ন সামগ্রী প্রদান করেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন প্রকল্পের ব্যবস্থাপক জনসন বম, সমাজকর্মী বিয়াইনুক কিম বম, টিউটর লালরুয়াইলেক বমসহ স্থানীয় সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ প্রমূখ।
এ সময় ব্যবস্থাপক জনসন বম বলেন, এ প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারের শিশু ও মায়েরা নিয়মিত সহায়তা পাচ্ছে। এটি তাদের শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সমাজকর্মী বিয়াইনুক কিম বম জানান, আমরা চাই প্রতিটি শিশু সুস্থভাবে বেড়ে উঠুক পড়াশোনায় আগ্রহী হোক এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখুক।
ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবকেরা জানান, এ ধরনের উদ্যোগ আমাদের সন্তানদের পড়াশোনা করতে আরো সহজ হয়েছে। তারা আরো বলেন, এই প্রকল্পের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে আয়োজক ও সহযোগী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com