

।।রুমা প্রতিনিধি।।
বান্দরবানে পিকাপ গাড়ির ধাক্কায় ইংচং ম্রো (১৬) ও মেনরাও ম্রো (১৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় তলিয়ান ম্রো (২০) আরো এক আরোহী গুরুতর আহত হয়েছে।
আজ রবিবার বিকালে রুমা সড়কের মুরুং বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি রোয়াংছড়ি উপজেলা তারাছা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দলিয়ান পাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, তিনজন মোটর সাইকেল যোগে বান্দরবানে থেকে রুমা দিকে যাচ্ছিলেন। মুরুং বাজার এলাকায় পৌছালে বিপরীতে আসা দ্রতগামী পিকআপ মোটর বাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই আরোহী নিহত হয়। গুরুতর আহত হন বাইকে থাকা আরো একজন। পরে নিহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা। ঘটনাটি পর পিক আপের চালক পলাতক রয়েছে বলে জানা গেছে।
এবিষয়ে তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা বলেন, দুর্ঘটনা ব্যাপারে আমিও শুনেছি। কিন্তু নেট বিছিন্ন থাকায় বিস্তারিত জানা যায়নি।
রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, পণ্যবাহী পিকাপ(মিনি ট্রাক) ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। পরে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com