বিশেষ প্রতিনিধি।।বান্দরবান।।
পাহাড়ে পাহাড়ি-বাঙালি বিভেদ সৃষ্টিকারীদের ঠাঁই বিএনপিতে হবে না। আলীকদম বাজারে আয়োজিত কর্সুচীতে জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মো. জাবেদ রেজা একথা বলেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে বান্দরবানের আলীকদম উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্টানে কর্মীসমর্থকদের উদ্ধ্যেশে তিনি একথা বলেন৷
উদ্বোধনী অনুষ্ঠানে জাবেদ রেজা আরো বলেন, “বান্দরবান সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি ও ভাষা বাংলাদেশের অমূল্য সম্পদ। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালি বিভেদ সৃষ্টিকারীদের বিএনপিতে কোনো ঠাঁই হবে না। শহীদ জিয়ার আদর্শে গড়া দল বিএনপি সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে।”
তিনি আরও বলেন, “নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন সঠিকভাবে করতে হবে, তবেই দল সঠিক পথে চলবে। সুযোগসন্ধানী ফ্যাসিস্টদের কোনো সুযোগ দেয়া যাবে না। বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও দখলবাজির স্থান নেই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের কোনো ছাড় দেয়া হবে না।”
কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, আলীকদম উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাশুক আহমেদ, বিএনপি নেতা সেলিম রেজা, আইয়ুব খান, সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, আব্দুল হামিদ, মো. মনসুর আলম ও জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে আলীকদমের ৪টি ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন। সেখান থেকে জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজার নেতৃত্বে ব্যানার ও প্ল্যাকার্ডসহ একটি বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলীকদম বাজারে গিয়ে শেষ হয়।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com