
বিশেষ প্রতিনিধি, রাঙ্গামাটি:
রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুল খালেক।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বর্জ ব্যাবস্থাপনা প্লান্ট, সারোয়াতলী ইউনিয়নে উন্নয়ন বোর্ডের অর্থায়নে গার্ডার সেতু ও সেচ নালা প্রকল্প পরিদর্শন শেষে মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়ক ঘুরে দেখেন। এসময় তিনি পার্বত্য চট্টগ্রামের কৃষি ও বনজ সম্পদের অপার সম্ভাবনার কথা তুলে ধরে আগামীতে এসব সম্পদ কাজে লাগিয়ে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে নতুন কর্মক্ষেত্র তৈরির উপর জোর দেন।
এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহম্মেদ ,খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: নোমান হোসেন , পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত বরন চাকমা, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির সহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com