।।সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙামাটি।।
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:অন্তর্বতী সরকারের দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় শপথ নিয়েছেন।এর মধ্যে সুপ্রদীপ চাকমা পার্বত্য মন্ত্রণালয় এবং ডা. বিধান রঞ্জন রায় প্রাথমি ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
রোববার (১১ আগস্ট) দুপুরে বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন আহমেদ। এর আগে ৮ আগস্ট রাতে বঙ্গভবনে দরবার হলে শপথ নেন অন্য্যন্য অন্তর্বতী কালীন সরকারের উপদেষ্টারা। প্রথমে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টার শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। এর পরে ১৬ উপদেষ্টার মধ্যে ১৩ জন উপদেষ্টার শপথ করান।
ঢাকার বাইরে থাকার কারণে একই সময়ে এই ৩ জন উপদেষ্টা শপথ নিতে পারেন নি।তবে ফারুক - ই- আজম এখনো শপথ নেননি।বাকি উপদেষ্টারা হলেন- শালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরল,আদিরুল রহমান খান,হাসান আরিফ,তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূইঁয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন,ফরিদা আখতার, আ.ফ.ম খালিদ হাসান নূর জাহান বেগম এবং শারমিন মুরশিদ।
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com